আজ শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

ছৈয়দাবাদ সবুজ সংঘের নির্বাচন ২৮ জানুয়ারি

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : শনিবার ৮ জানুয়ারী ২০২২ ১০:২১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশের জৌষ্ঠ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছৈয়দাবাদ সবুজ সংঘের প্রথমবারের মত নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৮ জানুয়ারি।

গত ৭ জানুয়ারি সংগঠনের মাসিক সাধারণ  সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি এম এ সাঈদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদুর রহমানের সঞ্চালনায় অন‍্যান‍্য সদস‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, আবুল কাশেম, মাষ্টার আব্দুল আজিজ, মোহাম্মদ কমরুদ্দিন, রেজাউল করিম চৌধুরী দুলাল, মাষ্টার মনিরুল ইসলাম চৌধুরী, আ ন ম হাসান চৌধুরী, আব্দুর রহমান, মোরশেদুল আলম চৌধুরী, আরিফউদ্দিন রাশেল, মাষ্টার নাঈমুদ্দিন, আবু নোমান মোহাম্মদ মহিউদ্দিন, মন্জুর মোরশেদ, আবুল হাশেম চৌধুরী, মোস্তফা কায়সার চৌধুরী, আবুল হাসনাইন রাকির, মোহাম্মদ জসিমউদ্দিন, মফিজউদ্দিন, মোহাম্মদ এমরান প্রমুখ। 

সভায় মাও. সোলায়মান ফারুকীকে প্রধান নির্বাচন কমিশনার এবং মাও. আবুল কাশেম আনছারী ও মন্জুর মোর্শেদ কে সহকারি কমিশনার নির্বাচিত করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৩টি পদের মধ্যে ৮ টি পদে প্রত‍্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্টিত হবে। পরবর্তীতে নির্বাচিত কর্মকর্তারা ৫ জন সাধারণ সদস্য নির্বাচন করবেন। আগামী ১৬ থেকে ১ জানুয়ারি পযর্ন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ফরম বিতরণ ও ১৯ এবং ২০ জানুয়ারি জমা নেওয়া হবে। ২১ জানুয়ারি সকালে যাচাইবাছাই বিকালে প্রত‍্যাহার ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।