আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ছাত্রলীগের অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী ২০২২ ০১:৩৭:০০ অপরাহ্ন | রাজনীতি

দক্ষিণ জেলা ছাত্রলীগের বিভিন্ন কমিটির অনিয়ম তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।  বুধবার (২৩ ফেব্রয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ ও সহ সম্পাদক সোহেল রানা শান্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের অধিকতর তদন্তের উদ্দেশ্যে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দফতর সেলে জমা দিবেন। 

বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটি সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সোহেল রানা শান্ত। তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটির বিরুদ্ধে আনা অভিযোগের অধিকতর তদন্তে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে।