আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ছদাহা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মাহমুদের গণসংযোগে জনতার ঢল

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২ ০৩:৫১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে তথই উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের পোষ্টার পোষ্টারে ছেয়ে গেছে ইউনিয়ন গুলোর প্রতিটি ওয়ার্ড। প্রার্থীদের গণ সংযোগ, বাড়ী বাড়ী ভোট প্রার্থনা,পথসভাসহ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

ভোটারাও তাদের এলাকার উন্নয়ন ও তাদের চাহিদা তুলে ধরে প্রার্থীরা বিজয়ী হলে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে জনপ্রিয়তা তুঙ্গে উঠেছেন ১৫নং ছদাহা কাঞ্চনাবাদ ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মাহমুদ। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত বৃহস্পতিবার তার একটি গণসংযোগে জনতা ঢল নামতে দেখা গেছে। হাসর পাড়া এলাকায় অফিস উদ্বোধনকালে স্বতন্ত্র প্রার্থী বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান না হয়েও করোনাকালীন,প্রাকৃতিক বিভিন্ন দূর্যোগে ছদাহা ইউনিয়নবাসীর পাশে ছিলেন, এছাড়াও সামাজিক আচার অনুষ্ঠান এবং ঝড়েপড়া মেধাবী শিক্ষার্থী,শীতার্থদের মাঝে কম্বল বিতরণ,অসহায় মানুষের পাশে সার্বক্ষণিক সহযোগীতা করা এবং বিভিন্ন সামাজিক কাজে তিনি নিজেকে নিয়োজিত উল্লেখ করেন। তাকে নির্বাচনে বিজয়ী করলে ছদাহাকে একটি আধুনিক ইউনিয়ন গড়ার ভূমিকা রাখার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, ইউনিয়নবাসী ভালবাসায় ভর করে ছদাহা ইউনিয়নের স্বর্বস্তরের মানুষের অনুরোধে এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। “জনগণই আমার শক্তি” উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচন হলে তিনি শতকরা ৮০ভাগ ভোট পেয়ে বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। তাই সকলের দোয়া ও আন্তরিক সহযোগীতা কামনা করছেন।