শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। শুক্রবার (২৪ মার্চ) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
জানা গেছে, ডিপজলের বাম চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেওয়ায় তিনি আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় তিনি সিঙ্গাপুর গিয়েছেন।
এ বিষয়ে ডিপজল বলেন, বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসব। চেকআপ শেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি সবার কাছে এই দোয়া চাই।
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।