চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার চরকানাই গ্রামের আবদুর রহিমের স্ত্রী লাকি আক্তার (৩০) ও নোয়াখালীর হাতিয়া থানার কেরিংচর গ্রামের মৃত বাহার উদ্দীনের স্ত্রী মনোয়ারা খাতুন (৬০)।
গত ১৩ নভেম্বর সন্ধ্যায় চাঁন্দগাও থানার বাড়ইপাড়ার মোবারক শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের মোবারক শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া যায়।
এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।