আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

চসিকে বদলির ৭দির পর কর্ণফুলী ইউএনও'র নতুন কর্মস্থল রেলওয়ে

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : বুধবার ৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৯:৪৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

কর্ণফুলী উপজেলায় বদলি হওয়ার ১ মাস ২১ দিন পর ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলির আদেশটি বাতিল করা হয়েছে। 

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ বাতিল করে নতুন আদেশে তাঁকো চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। 

 

এর পূর্বে গত ৩১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যাকে

চট্টগ্রাম সিটি করপোরেশন এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করেন।

 

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৎকালীন কর্ণফুলী ইউএনও মো. মামুনুর রশীদকে দীঘিনালা উপজেলায় বদলি করা হয়। তাঁর স্থলে বদলি হয়ে এসেছিলেন কুতুবদিয়ার ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা। 

 

কিন্তু ১মাস ২১ দিনের মাথায় তাঁকেও বদলি করে কক্সবাজার জেলার পেকুয়ার মাসুমা জান্নাতকে কর্ণফুলীর নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যিনি এখনো কর্ণফুলীতে যোগদান করেননি।



সবচেয়ে জনপ্রিয়