আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভাট গ্রহণ চলছে। সমিতির মোট ভোটের সদস্য সংখ্যা ৭৯০০। ভোটার হয়েছেন ৫১৯৭ জন।এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বী করছেন । একটি হল”বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ” সমর্থিত “সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ” অন্যটি হল আইনজীবী ঐক্য পরিষদ। এই দুই প্যানেলে ২১ পদের বিপরীতে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন । দুই প্যানেল তথা মনতোষ-বজলুর-ইমরান পরিষদ ও নাজিম -হাসান-কাসেম পরিষদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন, সভাপতি পদে এড.মনোতোষ বড়ুয় ও মো. নাজিম উদ্দীন চৌধুরী।সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো.আবদুল কাদের ও মো. সেকান্দর চৌধুরী । সহ-সভাপতি এডভোকেট আব্দুল হক ও মো.কামরুল হাসান নাজিম। সাধারণ সম্পাদক এড.বজলুর রশিদ মিন্টু ও মো.হাসান আলী চৌধুরী । সহ-সাধারণ সম্পাদক এড.মোঃ ইমরান ও মো.কাসেম কামাল। অর্থ সম্পাদক-এড. কাজী আশরাফুল হক আনসারী(জুয়েল) ও মোশাররফ হোসেন।পাঠাগার সম্পাদক এড. আহমদ কবির (করিম) ও মো.ফখরুল ইসলাম । সাংস্কৃতিক সম্পাদক এড.জান্নাতুল ফেরদৌস ও মো.খোরশেদ আলম বেলাল। তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট অভিজিত ঘোষ অভিজিত ঘোষ ও অলি আহমেদ । ক্রীড়া সম্পাদক পদে এডভোকেট ওমর ফারুক ও পিন্টু কুমার শীল ।কার্যকরী সদস্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, এডভোকেট এডিএম আরুসুর রহমান, মো.আবদুল হালিম, আবিদা সোলতানা (শারমিন),চৌধুরী আহমেদ মহসিন,ফারজানা হাকিম চৌধুরী, মো.ইকবাল হোসাইন, ইসরাত জাহান মুকুল, জমশেদ আলম,মো.জসিম উদ্দিন, মজহারুল ইসলাম চৌধুরী (হিরা),মিনহাজ উদ্দিন, মিটুন দাশ, মো.মহিউদ্দিন আতিক, মনজুর আলম,মো.নাছিমুল আবেদীন চৌধুরী (রায়হান), রানা মিত্র, মো.সাদ্দাম হোসেন, সাজেদা বেগম সাজু,সাজ্জাদ কামরুল হোসেন, তৌহিদ হোসাইন সিকদার, মো.জাহেদ হোসেন, মো.জাহিদুল ইসলাম। ব্যালেটে ক্রমনং ১৯ কার্যকারী সদস্য পদে প্রার্থী এডভোকেট সাজ্জাদ কামরুল হাসান বলেন, আমি যে সকল ভোটারদের কাছে যাচ্ছি সবাই আমাকে আশ্বাস দিচ্ছে ভোট দিবে বলে। এখন আল্লাহর রহমত, সবার দোয়া থাকলে আমি বিজয়ী হব। সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট বজলুর রশিদ মিন্টু বলেন, আমি যে সকল আইনজীবীদের কাছে যাচ্ছি তাদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ এই বারের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমি জয় লাভ করব।সভাপতি পদপ্রার্থী এডভোকেট মো.নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবী সিনিয়র-জুনিয়রে কাজ থেকে যে সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে ইনশাআল্লাহ আমিই বিজয় লাভ করব। আইনজীবী সমিতির নির্বাচনে ১৯-২২ জানুয়ারি মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া,২৩ তারিখ যাচাই-বাছাই,২৪ তারিখ আপিল শুনানি, ২৬ মনোনয়ন প্রত্যাহার,২৭ প্রার্থীদের তালিকা প্রকাশ করে এবং আজ ১২ই ফেব্রুয়ারী রবিবার ভোটের তারিখ নির্ধারণ করা হয়। প্রধান মূখ্য নির্বাচন কমিশনার এডভোকেট রতন কুমার রায় বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।