চন্দনাইশে বরমা ইউনিয়নের রাউলিবাগ এলাকার মৃত ইব্রাহিম এর ছেলে মো.হানিফ (৪৭) এর প্রায় ২ লক্ষ টাকার কলা গাছের বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ১৭ ফেব্রুয়ারি দুপরে ৫নং বরমা ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের মাইগাতা ব্রিকফিল্ড রোড এর পাশ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে হানিফ বাদী হয়ে চর বরমার ৯নং ওয়ার্ডের মৃত ছাবের আহমদের ছেলে জগির আহমদ (৬৫), পূর্ব কেশুয়া ৩নং ওয়ার্ডের মৃত শামসুদ্দিন ছেলে মো.মিটু (৫৫) সহ ২ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, মো.হানিফ রাউলিবাগ তার এলাকায় তার তপশীলের নাল জমি খরিদা ও লীজ মূলে ভোগ দখলীয় জমিতে কলা বাগান করেন। রোপনকৃত কলা বাগানে বিবাদী জগির আহমদ ও মিটু ১৫/২০ জনের তার দল-বল নিয়ে জোরপূর্বক সে বাগান কেটে ফেলে। খবর পেয়ে হানিফ সেখানে বাঁধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলা বাগানের প্রায় ২/৩ শত কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। যার সব গুলো গাছে ফল এসেছে। এব্যপারে ক্ষতিগ্রস্ত হানিফ বলেন, অনেক কষ্টে ধার-কর্জ করে টাকা নিয়ে বাগান পরিচর্যা করে গাছগুলো রোপন করেছি। কিন্তু দিন-দুপুরে এক দল দুর্বৃত্তরা ক্ষমতার ধাপট দেখিয়ে জোরপূর্বক আমার সে কলা বাগানের অধিকাংশ গাছ কেটে ফেলেছে। যে কলা গাছ গুলো কেটে পেলা হয়েছে তা বর্তমান বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকা। যা বিক্রি করলে আমার দেনা-ধার পরিশোধ করাসহ সংসারের কাজে উপকার হতো। তিনি আরো বলেন, গাছ কাটা কাজে আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। পরবর্তীতে পুনরায় আমার বাগানে এসে বাকী গাছ গুলো কেটে ফেলবে ও পুনরায় আমাকে বাগানে গেলে প্রাণে খুন করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। এ ব্যাপারে চন্দনাইশ থানার এস আই অজয় দে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।