আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

চন্দনাইশের প্রবীণ রাজনীতিবিদ আবদুর রহমানের জানাযা সম্পন্ন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) : | প্রকাশের সময় : সোমবার ১১ মার্চ ২০২৪ ০২:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

কৃষক লীগ বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সাবেক সভাপতি , বর্ণাঢ্য রাজনীতিবিদ আবদূর রহমান (৯০) রবিবার সকালে নিজ বাসায় ইন্তেকাল করেছেন । বাদে আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ছাত্রাবস্থায় তিনি ছাত্রলীগের দায়িত্ব পালন ও ৭৫ পরবর্তী সময়ে নিষ্ঠার সাথে চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ হাশিমপুর ইউনিয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি ৪ ছেলে ৫ মেয়ে নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। 

তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী (এম পি), দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম (এম পি), সাধারণ সম্পাদক মফিজুর রহমান,  সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী,  উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামেলা খানম রুপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা কৃষক লীগ  সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ।

 এ ছাড়াও উপস্থিত ছিলেন, মরহুমের মেঝ ছেলে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগের প্রধান মঈনুদ্দিন মোঃ জসিম,

মরহুমের ছোট মেয়ের জামাতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সমবায় বিষয়ক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরী,

 দক্ষিণ জেলা কৃষক লীগ সভাপতি আতিকুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হেলালউদ্দিন চৌধুরী, চন্দনাইশ সাংবাদিক ঐক‍্য ফোরাম সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান। ওই দিন বিকেলে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।