সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনকে চন্দনাইশ থানায় নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুমতিক্রমে আজ সোমবার থেকে তিনি চন্দনাইশ থানায় যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসাইন।
তিনি বলেন,আগামী ৫ই জানুয়ারি চন্দনাইশ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধায় আজ ৩ জানুয়ারি সোমবার থেকে চন্দনাইশ থানায় যোগদান করেছি। তিনি ২০১৯ সালের ২১ জুলাই সাতকানিয়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। সাতাকানিয়া থানায় যোগদান করার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ক্লু লেস মামলার রহস্য উদঘাটনসহ নানা কারণে তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।