চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকালে ১৫ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেফতার ও ইয়াবা বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করেছে চন্দনাইশ থানা পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর ) রাত আটটার দিকে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার পায়রা মার্কেট এলাকায় ব্রীজের দক্ষিন পাশে রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কক্সবাজার জেলার সদর থানার ভারুয়াখালী ইউনিয়নের চান্দুর পাড়া এলাকার মৃত মোঃ মোফাচ্ছেরের পুত্র মোঃ খালেদ মোশাররফ (৪৩) ও উখিয়া থানার বালুখালী এলাকার শামশু নুরের পুত্র মোঃ ইলিয়াছ (৩১)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।