কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে শীত নিবারন করতে পারছে না ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষরা। ঠিক সেই সময়ে ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে ব্যক্তি উদ্যোগে চন্দনাইশের বরকল ইউনিয়নের অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বরকল ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউপি সদস্য দীলিপ এর সভাপতিত্বে ১৩০০ পিচ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ উপলক্ষে স্হানীয় সূচিয়া আদর্শ ক্লাব মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদুল আলম,গিয়াস উদ্দিন, মুবিনুল হক, ডাঃ কাজল, ডাঃ অমল চক্রবর্তী,, অজিত ব্যানার্জি, নুরুল আলম, মোঃবাবুল প্রমুখ।
চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী বলেন, আমি অতীতেও আর্তমানবতার সেবায় নিয়োজিত ছিলাম ভবিষ্যতে ও থাকবো, সাথে সাথে সমাজের সকল বিত্তবানদের ও জনসেবার কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।