চন্দনাইশে ১০ বছরের সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গভীর রাতে থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মজনু মিয়া ও এস আই নিতেন তালুকদার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলুয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেন। সাজা এড়াতে ৫ বছর পলাতক ছিল এ আসামী ।
আটককৃত ছালেহ আহমদ উপজেলার দিয়াকুল- শিকদার পাড়া এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান আটককৃত আসামী কে আদালতে সোপর্দ করা হয়েছে।