আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে হযরত মোস্তান আলী শাহ'র বার্ষিক ওরশ শরীফ কাল

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২ ০৮:৩৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম অলি হযরত মোস্তান আলী শাহ, হযরত আককাল আলী শাহ, হযরত তাজ আলী শাহ’র বার্ষিক ওরশ শরীফ অনুষ্টিত হবে। আজ ৪ ফেব্রুয়ারি শুক্রবার চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগরে পবিত্র ধর্মীয় ভাব ও গাম্ভির্যপূর্ণ পরিবেশে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দদের পদ চারণায় আল্লাহ আল্লাহ ধ্বনিতে  সমগ্র দরবার শরীফ এলাকা মূখরিত হয়ে উঠবে বলে ভক্তবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকবে কুরআন খানি, মিলাদ মাহফিল, ফাতেহা ও তবারুক বিতরণ বাদেজুমা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।