আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে হত‍্যা মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত সহ গ্রেফতার ০৩

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৪:২৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের অভিযানে মাদক,চুরি এবং যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়। সোমবার (২৪ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।  

 

থানা পুলিশ সুত্রে জানা যায়, কাঞ্চনাবাদ ইউপিস্থ ৬ নং ওয়ার্ড রৌশনহাটে অভিযান চালিয়ে ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ গ্রাম গাঁজা সহ  ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফোরক আহাম্মদের ছেলে সোনা মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়।

 

২৩ জানুয়ারির ১৭ নং মামলার একমাত্র আসামি হাটহাজারী উপজেলার ধলই ইউপির মোঃ ফারুকের ছেলে মোঃ নয়ন (১৬) কে চোরাইকৃত দুইলক্ষ সাতাশি হাজার টাকা সহ গ্রেফতার করা হয়। 

 

অপর অভিযানে সাতকানিয়া থানার মামলায় যাবজ্জীবন সাজা ও পঞ্চাশ হাজার টাকা দন্ডপ্রাপ্ত হত‍্যা মামলার পলাতক আসামি উপজেলার হাশিমপুরের সৈয়দাবাদ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মজিবুর রহমান কে গ্রেফতার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে সংশ্লিষ্ট আইনে আদালতে প্রেরন করা হয়েছে।