আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

চন্দনাইশে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড এইড'র বর্ষপূর্তি উদযাপন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ ১১:৫৪:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

“চলো করি রক্তদান,সাহায্য করি বাঁচতে প্রাণ” এমন প্রতিপাদ্য নিয়ে মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন বøাড এইড’র ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উপজেলাস্থ কাশেম মাহাবু উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২৪ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

ব্লাড এইড'র সভাপতি মুহাম্মদ নুরুল আজম পাভেল এর সভাপতিত্বে ও  মুহাম্মদ মিনহাজুল আবেদিন আরিফের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এসএম রাশেদ, সাধারণ সম্পাদক কমরুদ্দীন, মুহাম্মদ সাদ্দাম হোসেন,এনামুল হক এনাম, বেলাল উদ্দীন, ডা. রিপন। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরফাত হোসেন, ইমতিয়াজ সুলতান বাহাদুর, শাহাদাত কামাল, তৌহিদুল ইসলাম, হাসিব বিন আলিম, মুহাম্মদ সাগর মুহাম্মদ তারেক, খোরশেদুল আলম, সাইজ বিন ফারুকী, জিসান, তাহিদুল ইসলাম রিয়াদ প্রমুখ। আলোচনাসভা শেষে কেক কেটে ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।