চন্দনাইশে মাষ্টার জামাল আহমদ চৌধুরী সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। এ সরকারের আমলে রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর মাষ্টার জামাল আহমদ চৌধুরী সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। গতকাল ২৫ ফেব্রুয়ারী বিকালে বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিঃ এর চট্টগ্রাম আসাদগঞ্জ কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এবিএম সাইফুদ্দীন খাঁন চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড.খোরশেদ বিন ইছহাক, বরকল ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহীম, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী , এফ এম দিদারুল আলম চৌধুরী, সমাজ কর্মী তামান্না জাহান, ইউপি সদস্য যথাক্রমে, রহমত উল্লাহ, শফি, ইদ্রিচ, বদন, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা মেম্বার, শাহনাজ আক্তার স্বপ্না, বুলু আক্তার প্রমুখ।