চট্টগ্রামের চন্দনাইশে "চন্দনাইশ স্টুডেন্ট'স এসোসিয়েশন" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।
বুধবার ( ৫ জুন ) সকাল থেকে সারাদিনব্যাপী বৃক্ষ বিতরণ উপলক্ষে ১ম পর্যায়ে এক আলোচনা সভা চন্দনাইশ সদরস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি কায়াচুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে
সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, চন্দনাইশে স্টুডেন্টস' এসোসিয়েশন এর উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক উত্তম বিশ্বাস, সাবেক সভাপতি শাহজাদা জিয়াউদ্দিন রোহান, সদ্য বিদায়ী সভাপতি তাহমিদুর রহমান মুন্না, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ জাবের হাসান, সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিম উদ্দিন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ তালেব মারুফ এবং সদস্য নুর করিম সা'দ।
আলোচনায় বক্তারা সিএসএ- কে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন ও বৃক্ষ পরিচর্যায় শিক্ষার্থীসহ সকলকে এগিয়ে আসতে হবে।
পরে কর্মসূচির ২য় পর্যায়ে ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যলয়ে কায়াচুল আলমের সভাপতিত্বে ইমরান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাবের হাসান, বর্তমান দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জহির উদ্দিন, সদস্য নুর করিম সাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ওসমান আলীসহ শিক্ষকবৃন্দ। তারা সিএসএ'র এমন সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পরিবেশ দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনেক ভুমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।