আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) | প্রকাশের সময় : শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ ০৫:৪৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বৃহত্তর চন্দনাইশ উপজেলা শাখার যৌথ আয়োজনে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট চত্বর থেকে শুরু করে চন্দনাইশ পৌরসভাস্থ হযরত আমিনুল্লাহ শাহ মাজার পাঙ্গনে শেষ হয়।

বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মহাসচিব স.উ.ম আবদুস সামদ,আবদুর রহীম,

উপজেলার ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাও ফয়েজুল্লাহ খতিবী ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সভাপতি জাবের, মতিউর রহমান কাজেমী, আবদুল মতিন প্রমুখ। এছাড়াও মিছিলটিতে ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা, ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।