আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ ০৪:৩২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৭ মার্চ সকালে উপজেলা কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামেন সভাপতিত্ব এই আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ভাইস  চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, সহকারী কমিশনার ভূমি গালিব চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুসহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ  এবং স্হানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।