আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২ ০৩:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

কারাদণ্ডপ্রাপ্ত ১ জন এবং পরোয়ানাভুক্ত আসামিসহ  ৪ জনকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।  বুধবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চন্দনাইশ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-  দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত কাঞ্চননগরের রাজা মিয়া (৪৫), একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি দোহাজারীর ইসমাইল হোসেন (২৫), দুইটি সিআর পরোয়ানাভুক্ত আসামি সাতবাড়ীয়ার আজগর আলী (৩৫) ও একটি সিআর মামলার আসামি বৈলতলীর আলম আরা কাউছার (৩৮) ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।