আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

চন্দনাইশে নৌকার প্রার্থী এড,খোরশেদ বিন ইসহাকের গনসংযোগ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ০৪:৪০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে আগামী ৫জানুয়ারী পঞ্চম  ধাপের ইউপি নিবার্চনের  প্রতীক পেয়ে নিবার্চনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

মঙ্গরবার সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নে নিজ এলাকা বড়পাড়া জামে মসজিদের কবরস্থান জেয়ারত শেষে নৌকা প্রতীক নিয়ে বড়পাড়া খাঁনবটতল ,ভান্ডারী পাড়া, সিকদারপাড়া, মসজিদ মার্কেট এলাকায় প্রথম গন সংযোগ ও পথসভা করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট খোরশেদ বিন ইছহাক। কৃষি, উন্নয়ন মাদক, বেকারত্ব দূরীকরন ইউনিয়ন পরিষদের জন ভোগান্তি এলাকার রাস্তা ঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।

এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন এটার্নি জেনারেল মাসুদ আলম চৌধুরী, সিআই পি বাদশা মিয়া, বিমান শ্রমিকলীগের সভাপতি এফ,এম, দিদারুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম চৌধুরী দুলাল, নুরুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক সরওয়ার হোসেন, আয়ুব আলী মেম্বার আকতার হোসেন,আবুল ফজল,জালাল উদ্দিন মোজাপফর আহামদ,মনির আহমেদ প্রমুখ।