আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে জেলী মেশানোর দায়ে মাছ বিক্রেতাকে জরিমানা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জানুয়ারী ২০২২ ০৪:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান পরিচালনা করে দেওয়ান হাট ভৎস‍্য আড়তে  বন সর্দার নামে এক অসাধু মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৬ কেজি জেলিযুক্ত গলদা চিংড়ি জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার দোহাজারী মাছ বাজার, দেওয়ান হাট মৎস্য আড়ত ও চন্দনাইশ পৌরসভাস্থ কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।  জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

দণ্ডিত মাছ ব‍্যবসায়ী বন সর্দার  চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের পিন্টু সর্দ্দারের ছেলে।

চন্দনাইশ থানা পুলিশের সহযোগিতায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রধান সহকারী মুসলিম উদ্দিন, উপজেলা মৎস্য দপ্তরে ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা প্রমুখ।