আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে চোলাইমদ সহ ৪ কারবারি আটক

মোহাম্মদ কমরুদ্দিন,চন্দনাইশ প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৪ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৪৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জনকে আটক করেছে পুলিশ। 

 

 পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার  ধোপাছড়ি ইউনিয়নের চামাছড়ি নতুন রাস্তার মাথা হতে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার  হাশিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোঃ সেলিমের ছেলে বেলাল হোসেন, মোঃ নুরুল হকের ছেলে মোঃ ইরফান,  ১ নং ওয়ার্ডের নুরুল হকের ছেলে জালাল উদ্দীন ও আমির হোসেনের ছেলে ইকবাল হোসেন ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।