আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে গৃহহীনকে ঘর নির্মাণ করে দিলেন মানবতার সেবক কৈয়ূম চৌধুরী

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৬ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে মহেশখালির কালারমারছড়ার পর এইবার স্বপ্নযাত্রীর উদ্যােগে এক গৃহহীন পরিবারের ঘর নির্মান করে দিলেন মানবতার সেবকখ‍্যাত বিশিষ্ট ব‍্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল‍্যাণ উপ-কমিটির সিনিয়র সদস্য আব্দুল কৈয়ুম চৌধুরী।

 

প্রায় কয়েকবছর ধরে গৃহহীন হয়ে মোঃ দিদারুল আলমের পাঁচ সদস্যের পরিবার নিয়ে একটা ছোট ঘরে আশ্রয় নেন। এবং তিনি গত একবছর ধরে স্থানীয় একজন ব্যক্তির ঘরে আশ্রিত ছিলেন। কিছুদিন আগে  বরকল কানাইমাদারী নিদাগের পাড়ার কিছু তরুণের অনুরোধে এই প্রজেক্টটি হাতে নেন স্বপ্নযাত্রী চন্দনাইশ শাখা।

 

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের  চেয়ারম্যান জনাব আবদুল কৈয়ূম চৌধুরীর আর্থিক সহায়তায় গত ২২ এবং ২৩ জানুয়ারি দুইজন কাঠ মিস্ত্রী এবং স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে গৃহ নির্মান সম্পন্ন হয়।

 

গত ৫ ফেব্রুয়ারি ( শনিবার ) গৃহটি আনুষ্ঠানিকভাবে দিদারুল আলমকে হস্তান্তর করেন  আবদুল কৈয়ূম চৌধুরী। এ সময় অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, কালের কণ্ঠ শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি  জাহেদুল ইসলাম জাহি, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম মাসুদ চৌধুরী, বরমা কলেজ ছাত্রলীগের সভাপতি আহাদুজ্জামান শাওন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব লায়ন কামাল হোসেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল মাহমুদ, স্বপ্নযাত্রী চন্দনাইশ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন, সেকান্দর প্রমুখ।

এ সময় আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, স্বপ্নযাত্রীর মহতি ও সাহসী এসব ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসিত। এমন মহতি কাজে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা মোঃ দিদারুল আলম ।  তিনি স্বপ্নযাত্রী টিম ও আবদুল কৈয়ূম চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।