আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

চন্দনাইশে গাউছিয়া কমিটির সংবাদ সম্মেলন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ অক্টোবর ২০২৩ ০৬:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে " আগামী শনিবার দুপুরে  অনুষ্ঠিতব্য রাহামাতুল্লিল আলামিন কনফারেন্স" সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে স্থানীয় কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ (মাঃজিঃআ)। সম্মেলনে আলাদা মাঠে প্রায় পঞ্চাশ হাজার নারী- পুরুষ উপস্থিত হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান। লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। এসময় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা সোলাইমান ফারুকী, আবুল কাশেম আনছারী,মো.নজরুল ইসলাম,মোজাম্মেল হক,মোরশেদুল আলম, জি এম শাহাদাত হোসেন মানিক,উসমান শাহাদত প্রমুখ।