আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩শে ভাদ্র ১৪৩১

চন্দনাইশে উপজেলা চেয়ারম্যান জসিম, ভাইস চেয়ারম্যান মাও. ফারুকী ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ ০৩:৪৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে।

বুধবার ( ২৯ মে ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত উপজেলার ৬৮ কেন্দ্রে ধাওয়া - পাল্টা ধাওয়া মারামারি সহ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে বড় ধরণের কোন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। তবে বেশিরভাগ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।

ভোটগ্রহন শেষে উপজেলা কনফারেন্স হল রুমে সবার উপস্থিতিতে ভোট গণনা করা হয়।

স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ব‍্যবসায়ী জসিমউদ্দিন আহমদ  মোটরসাইকেল প্রতীকে (৩৮০৩৯) ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী  ঘোড়া  প্রতীকে পেয়েছেন ( ২২০৭৪ ) ভোট। এ ছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ( ৪৩২ ) ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম দোয়াতকলম পেয়েছেন ( ১৯৭ ) ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মাও. সোলায়মান ফারুকী বৈদ‍্যুতিক বাল্ব প্রতীকে ( ৪৪৭১৩ ) ভোট পেয়ে বিপুলভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুপম দেব  উড়োজাহাজ  প্রতীকে পেয়েছেন ( ৮২১৯ ) ও অধ্যাপক একরামুল হোসেন পেয়েছেন ( ৬৫৩০ ) ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী। 

এ ব‍্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ রাকিবুজ্জামান রেণু বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত ) যুযুৎস যশ চাকমা বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন ধরনের বড় দূর্ঘটনা ঘটেনি।