আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশে আহলে সুন্নাতের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ২০২৩ ১১:৪৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে আহলে সুন্নাত ইমাম সংস্থা, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কমিউনিটি সেন্টারে আহলে সুন্নাত ইমাম সংস্থা বৃহত্তর চন্দনাইশ উপজেলার উদ্যোগে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব ও চন্দনাইশ ১৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ, আহলে সুন্নাত ওয়াল জাম'আত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী। আহলে সুন্নাত ইমাম সংস্থার প্রধান সমন্বয়ক ফয়েজ উল্লাহ খতিবী, মুফতি আহমদ হোসেন আল কাদেরী, আমান উল্লাহ আমান সমরকন্দী, সোলাইমান ফরিদ, মাওলানা এনাম রেজা কাদেরী প্রমুখ। 

বক্তারা ইমাম মুয়াজ্জিনের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।