চট্টগ্রামের চন্দনাইশে "জাতীয় উন্নয়নে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”এই শ্লোগানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা, দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং মানববন্ধনের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। প্রধান আলোচক ছিলেন দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস-২ এর সহকারি পরিচালক মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন রায়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি খুরশিদ রোকেয়া, সহ সভাপতি আবু তাহের চৌধুরী, সদস্য যথাক্রমে আব্দুল মন্নান, অধ্যাপক এয়াকুব নবী, সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম জাহি,ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার টিটু কুমার বশাকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ছিলেন। এতে বক্তারা বলেন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ উদযাপন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে,“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” দুর্নীতি দমন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এ কাজ শুধু সরকারের নয়, সকল নাগরিকের।