"এমএসএমই উদ্যোগে সমৃদ্ধ দেশ, স্মার্ট অর্থনীতির বাংলাদেশ " এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে এক্সিম ব্যাংক দোহাজারী শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ২৭ জুন ) দুপুরে ব্যাংক হলরুমে এক্সিম ব্যাংক দোহাজারী শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ বখতেয়ার হোসেন ( ভিপি ) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী এম এ কাশেম এন্ড সন্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ সোলায়মান। এতে বিশেষ অতিথি ছিলেন, ফারদিন ফুডসের স্বত্বাধিকারী মোহাম্মদ কমরুদ্দিন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ বখতেয়ার হোসেন বলেন, শোভন কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০১৭ সালে জাতিসংঘ ২৭ জুনকে ‘এমএসএমই দিবস’ হিসেবে ঘোষণা করে। সেই হিসাবে এ বছর সারা বিশ্বে ষষ্ঠবারের মতো দিবসটি পালিত হচ্ছে। আমরা একই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও দিবসটি পালন করছি।জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ব্যবসার শতকরা ৯০ ভাগ, কর্মসংস্থানের ৬০-৭০ ভাগ এবং জিডিপিতে ৫০ ভাগ অবদান এমএসএমই খাতের। বিশ্বজুড়ে কর্মক্ষম দরিদ্র, নারী, যুবক ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নের মেরুদণ্ড হিসেবে ভূমিকা রাখছে এমএসএমই খাত।
এ সময় উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংক দোহাজারী শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ফারুক হোসেন, বিনিয়োগ কর্মকর্তা রিদওয়ান মান্না সুমন।
গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন,
খাঁনহাট ডাটা বাজারের স্বত্বাধিকারী মোহাম্মদ সৈয়দ নুর, কালু সওদাগর এন্ড সন্স এর স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ আনিসুর রহমান, ইকবাল এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ ইকবাল হোসেন, চৌধুরী বিল্ডার্স এর স্বত্বাধিকারী আব্দুল মন্নান চৌধুরীসহ ব্যবসায়ীবৃন্দ।