আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
উপস্থিতি কম—কাউন্সিলরদের বর্জন

চন্দনাইশ পৌরসভায় পয়: বর্জ্য ব্যবস্থাপনা ওর্য়াকশপ সম্পন্ন

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ০৯:৩০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার পয়: বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার উপস্থাপন ওর্য়াকশপ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নিদিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু না হওয়ার পাশাপাশি উপস্থিতি ছিল নগন্য, স্থানীয় কাউন্সিলরা কর্মশালা বর্জন করেন। মঙ্গলবার  ( ৩ অক্টোবর ) পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি পৌরবাসীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের সেবা নিশ্চিত করার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন। ওয়ার্কশপে সভাপতিত্ব করেন পৌর প্রধান নিবার্হী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, বিশেষ অতিথি ছিলেন পৌর নিবার্হী কর্মকর্তা মো. মহসিন, প্রধান বক্তা ছিলেন, সেনিটেশন ও পরিবেশ প্রকৌশলী ফাহাদ মো. ফরহাদুল ইসলাম।  

এতে স্থানীয় সচেতন মহল, গণমাধ্যমকর্মী, কাউন্সিলরসহ ৪০ জন উপস্থিত থাকার কথা থাকলেও ছিলেন মাত্র ২৮ জন। পৌরসভার কাউন্সিলরদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন না। তারা নাম প্রকাশে অনিচ্ছা শর্তে বলেছেন, পৌর মেয়র পৌরসভার বরাদ্দ ও উন্নয়নমূলক কার্যক্রমে কাউন্সিলরদের সাথে সম্বনয় না করায় প্রতিবাদস্বরূপ ওয়ার্কশপে উপস্থিত হন নাই। তাছাড়া গত ২৭ সেপ্টোম্বর মাসিক সম্বনয় সভায় তারা উপস্থিত ছিলেন না বলে জানান। এ ব্যাপারে প্রধান বক্তা  সেনিটেশন ও পরিবেশ প্রকৌশলী ফাহাদ মো. ফরহাদুল ইসলাম বলেছেন, ওয়ার্কশপে ৪০ জন বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত করার কথা থাকলেও অনেকে উপস্থিত হন নাই। এমনকি কাউন্সিলরাও উপস্থিত ছিলেন না। বিষয়টি সচেতনতামূলক পৌর নাগরিকদের মাঝে প্রচার করার লক্ষে করা হয়েছে। এ কর্মসূচী অব্যাহত রেখে আগামী প্রচার প্রসারের উপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা বলেছেন, কাউন্সিলরা তাদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই। বিষয়টি নিয়ে পৌরসভা সচেতন মহল, গণমাধ্যমকমীর্, রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পৌর মেয়রের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।