আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রের অভিষেক ও প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ মে ২০২৩ ০৭:১১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় "শিক্ষায় শক্তি ক্রীড়ায় মুক্তি " স্লোগান কে সামনে নিয়ে গড়ে উঠা চন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রের অভিষেক, অভিষেক উপলক্ষে  প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

শুক্রবার বিকালে গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, উদ্ভোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। 

সংগঠনের সভাপতি নুরুল আমজাদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: সরওয়ার আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল‍্যাণ উপ কমিটির সাবেক সদস‍্য আব্দুল কৈয়ুম চৌধুরী, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী, কামেলা খানম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি এম এ রাজ্জাক রাজ, জাহাঙ্গীর আলম, হেলালউদ্দিন চৌধুরী, খোরশেদ আলম টিটু আমির মোহাম্মদ সাইফুদ্দিন ,আফনান ইসলাম প্রমুখ। 

প্রীতি ফুটবল ম‍্যাচে অংশ গ্রহণ করে, কিষোয়াণ ফুটবল ক্রীড়াচক্র বনাম বান্দরবান জেলা ক্রীড়াচক্র। ধারাভাষ‍্যে ছিলেন, মাষ্টার আব্দুল মন্নান, আমিনুল ইসলাম, মাসুদ পারভেজ।

সভায় বক্তারা কিশোর ও যুব সমাজকে ইভটিজিং, মাদক, কিশোর  গ্যাং সহ নানা ধরনের অপকর্ম থেকে দূরে রাখা এবং সুস্থ শরীর গঠনে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার ভুমিকা নিয়ে আলোচনা করেন।