আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিএনপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ অক্টোবর ২০২৩ ০৭:০৯:০০ অপরাহ্ন | রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নগরের কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এছাড়াও কেউ কেউ মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে সমাবেশে যোগ দিচ্ছেন।

 

বিকেল সাড়ে ৪টার দিকে কাজীর দেউরি এলাকায় দেখা যায়, বিপুল পরিমাণ নেতাকর্মী সমাবেশে জড়ো হয়েছেন। তারা সরকারের দ্রুত পদত্যাগ দাবি করে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন। এছাড়া সমাবেশস্থলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।

 

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলের আশেপাশে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। 

 

সমাবেশে যোগ দেওয়া তৌহিদুল ইসলাম নামে একজন বলেন, বর্তমানে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। এ সরকারকে মানুষ আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দেশ বাঁচাতে সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। এ কারণে বিএনপির সমাবেশে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল নেমেছে।

 

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলের আশেপাশে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। 

 

সমাবেশে যোগ দেওয়া তৌহিদুল ইসলাম নামে একজন বলেন, বর্তমানে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। এ সরকারকে মানুষ আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দেশ বাঁচাতে সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। এ কারণে বিএনপির সমাবেশে নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের ঢল নেমেছে।