আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী তিনি গতকাল বুধবার দলীয় নেতা কর্মীদের নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন বিশ্বাস এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন । এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (আমিন) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ইদ্রিস,লোহগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী (বাবুল), চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ—সভাপতি মাস্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক (ডলার), উপজেলা আওয়ামী লীগের নেতা সরওয়ার উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরী, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম সরওয়ার রিমন, পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, এছাড়া সাতকানিয়া— লোহাগাড়া জনপ্রতিনিধি সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কমীর্ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই—বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।