চট্টগ্রাম-১৫ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ১ গোলে জয় পেয়েছেন চন্দনাইশ ফুটবল একাদশ। রোববার (২০ মার্চ) বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিফাইনাল খেলায় চন্দনাইশ ফুটবল একাদশের মুখোমুখি হন হাটহাজারী মাদর্শা ফুটবল একাদশ। চন্দনাইশ ফুটবল একাদশের পক্ষে একামাত্র গোলটি করেন দলীয় অধিনায়ক সাবেক জাতীয় দলের খেলোয়াড় তৌহিদুল ইসলাম।
উক্ত সেমিফাইনাল খেলায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেস লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, লোহাগাড়া উপজেল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার সামশুল আলম, অর্থ সম্পাদক শিল্পপতি মো. সাহাব উদ্দিন চৌধুরী, মেসার্স এম.আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম.এ আজিজ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু বকর, সাবেক প্রধান শিক্ষক সুজিত কুমার পাল, লোহাগাড়া সতর ইউপির সাবেক সদস্য মো. নাছির উদ্দিন, প্রমূখ।
টুর্ণামেন্টের আয়োজন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক চৌধুরী বাবুল।
খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি বিটু বড়ুয়া। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন জাহিদুল ইসলাম ও মো. নাছির উদ্দিন। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মো. শাহীন শাহ্।
খেলায় ম্যান অপ দ্যা ম্যাচ নির্বাচিত হনে চন্দনাইশ ফুটবল একাদশের একমাত্র গোলদাতা দলীয় অধিনায়ক সাবেক জতীয় দলেন খেলোয়াড় তৌহিদুল ইসলাম। খেলা শেষে অতিথিবৃন্দ তাকে পুরষ্কার তুলে দেন।
খেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে চিকিৎসা সেবায় দায়িত্ব ছিলেন স্বাস্থ্য সহকারী আব্দুল মোমেন ও মো. খানে আলম। খেলায় ধারাবর্ণনা করেন জনপ্রিয় ধারা ভাষ্যকার মো. সেলিম উদ্দিন ও মো. কাইছার হামিদ।
আগামী ১ এপ্রিল লোহাগাড়া ফুটবল একাদশ বনাম চন্দনাইশ ফুটবল একাদশ ফাইনালে মুখোমুখি হবেন। ফাইনালে যারা জয়ী হবে তাদেরকে ট্রফি ও নগদ ৩ লাখ টাকা প্রদান করবেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটি। বিজয়ী দলকে ট্রফি ও নগদ ২ লাখ টাকা প্রদান করা হবে।