আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসন থেকে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা আবুল কাশেম আনসারী, মামুন উদ্দিন সিদ্দিকি,সোহেল উদ্দিন আনছারী,মাজহার হেলাল,মাওলানা আব্দুল মতিন,মুহাম্মদ মহিউদ্দিন,মাওলানা ইউছুপ নূরী,মুহাম্মদ কলিমুল্লাহ, মতিউর রহমান কাজেমী, রাজিব রিফাত প্রমূখ। এসময় স.উ.ম আব্দুস সামাদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সূফিবাদি সুন্নি জনতা রাজনীতি সচেতন না হলে আমাদের পিছিয়ে পড়তে হবে। সুন্নি মতাদর্শের আলোকে গণমুখী ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ইসলামী ফ্রন্টের লক্ষ্য। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টে সুন্নি জনতার প্রতিনিধিত্ব নির্বাচনের যে সুযোগ এসেছে, তা আমাদের কাজে লাগাতে হবে।