আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চট্টগ্রাম ১৩ আসনে ইসলামীক ফ্রন্ট প্রার্থী হামেদ হোসাইনের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ১২:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম ১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত প্রার্থী স.ম হামেদ হোসাইন দলের নির্বাচনী এলাকা আনোয়ারা উপজেলার নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। শনিবার রাতে উপজেলার চাতরী চৌমহনী বাজারে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আনোয়ারা উপজেলা সভাপতি স.ম শওকত আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের মনোনিত প্রার্থী স.ম হামেদ হোসাইন। নির্বাচন পরিচালনা কমিটির সচিব মাওলানা ইদ্রিস আল-কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স.ম শহিদুল হক ফারুকী,সহ সভাপতি মাস্টার মো. জামাল উদ্দিন,চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী,দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ সাদা,মহানগরের সহ সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন তাহেরী, দক্ষিণ জেলার অর্থ সম্পাদক এনামুল হক,উপজেলার সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান আল কাদেরী, মাওলানা ইদ্রিস তাহেরী, হাফেজ খায়ের আহম্মদ, এম. নুরুল আবছার কফিল,মাওলানা সোলঅইমান আনছারী, এইচ এম নাছির উদ্দিন, নেজাম উদ্দিন রেজবী,মাওলানা আসহাব উদ্দিন, উপজেলা যুব ফ্রন্টের আহ্বায়ক স.ম সিরাজুম মুনির, দক্ষিণ জেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মাসরুর রহমান, উপজেলা ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ মহিউদ্দি বিন তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, এমরান হোসেন, হাফেজ নাছির উদ্দি ও মো. সাহেদ।

সভায় ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনিত প্রার্থী স.ম হামেদ হোসাইনকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী করতে দলের নেতা কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ভিত্তি কেন্দ্র কমিটির দায়িত্বরতদের নাম ঘোষণা করা হয়।