আজ মঙ্গলবার ২১ মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রাম কাস্টমসের বৈদেশিক ডাকের চালানে এলো পিস্তল

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : রবিবার ২০ ফেব্রুয়ারী ২০২২ ০৬:৪৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

ইতালি থেকে একটি গৃহাস্থলি পণ্যের চালানে আসা দুটি পিস্তল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। একই সঙ্গে ৬০ রাউন্ড গুলি ও দুটি খেলনা পিস্তলও জব্দ করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) ডাকযোগে আসা কার্টুন থেকে এসব জব্দ করা হয়।

কাস্টমস সূত্র জানায়, রাজীব বড়ুয়া নামে এক ব্যক্তি ইতালি থেকে চালানটি পাঠিয়েছেন। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ এইট ঠিকানার কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছে এটি পাঠিয়েছেন। কাগজের কার্টুনটিতে ফ্রাই প্যান, কসমেটিকস ও হ্যান্ড ব্লেন্ডারের সঙ্গে লুকায়িত অবস্থায় দুটি ৮এমএম পিস্তল, দুটি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি গুলি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার সালাহউদ্দিন রিজভী। তিনি বলেন, ইতালি থেকে আসা একটি চালানের বিষয়ে গোপন তথ্য ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়