আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চকরিয়ায় মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত, আহত-১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৭ ফেব্রুয়ারী ২০২২ ১২:২০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (৪৫) নামে গাড়ির চালক নিহত হয়েছেন। এসময় কাভার্ড ভ্যানের যাত্রী কাইছার (২৫) নামে আহত হয়।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত চালক আলাউদ্দিন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার খিলা ইউনিয়নের মুখলেছুর রহমানের ছেলে ও কাভার্ড ভ্যানের চালক। আহত কাউছারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

 

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই টিটু দত্ত জানান, রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজারমুখী বাস লেগুনাকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় কাভার্ডভ্যান চালক আলাউদ্দিন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।