আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

গোলাম কিবরিয়া মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৪০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়ায় মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলার শ্রেষ্ট এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানায় কর্মরত এসআই গোলাম কিবরিয়া।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)  চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা মাসিক সভায় জেলায় শ্রেষ্ট এসআই হিসেবে এ সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম) সেবা। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত চেক পোস্ট বসিয়ে মাদক ও ইয়াবা উদ্ধার করে তিনি। গত বছরের ডিসেম্বর মাস, ২০২২ সালের জানুয়ারী মাসে মাদক উদ্ধারে সফলতা অর্জন করে আসছেন লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়া। চট্টগ্রাম জেলার শ্রেষ্ট মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে তাকে নির্বাচিত করা হয়।