আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১
গুলিবিদ্ধ সয়স সরকারের পাশে উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক

গুলিবিদ্ধ যুবলীগ নেতার পাশে চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জুন ২০২৪ ১০:২৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

পুলিশের গুলিতে আহত যুবলীগ নেতা নয়ন সরকারকে দেখতে গেলেন নব নির্বাচিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে উপহেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে নয়ন সরকারের বাড়িতে দেখতে যান তিনি। এসময় তিনি নয়ন সরকারের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, একটি মহলের ইশারায় নির্বাচনের পরে আমার শপথ গ্রহণ আটকাতে পরপর দুইটি ঘটনা ঘটিয়েছে। আমার কর্মীদের উপর পুলিশ গুলি চালিয়েছে। দুইটি মামলা দিয়ে আমাকেসহ দুই শতাধিক মানুষকে আসামী করেছেন। কিন্তু সত্যের জয় হয়েছে। ওরা আমাদের আটকাতে রাখতে পারেনি। আগামীতে সবাইকে সকল ষড়ঝন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নেতা মোহাম্মদ আলী, মো শওকত, সাবেক ইউপি সদস্য লগু নাথ, সরকার যুবলীগ নেতা মোজাম্মেল হক, মো হোসেন লিটন, মাহতাব হোসেন জুয়েল, নারায়ন মল্লিক, চন্দন নাথ, তপন নাথ, বাবুল নাথ, লিটন ভট্টাচার্য প্রমুখ।

এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হিজবুল্লাহ্ মোহাম্মদ সোহেলের বাবা মাদ্রাসা শিক্ষক ইয়ার মোহাম্মদকে দেখতে যান। পরে উপজেলা নির্বাচনকালীন সময়ে গাড়ি দূর্ঘটনায় আহত অসুখ বিশ্বাসকে দেখতে যান তিনি।