চন্দনাইশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যলয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সাথে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি বিদ্যালয় মিলনায়তনে নবনির্বাচিত সদস্য মো নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভোধক ছিলেন তরুণ শিল্পদ্যোক্তা, আছহাব সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আফনান ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল ওয়াহেদ মাস্টারের সুযোগ্য সন্তান মোঃ সাজ্জাদ হোসেন ।
প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী । সভায় উদ্ভোধক আফনান ইসলাম বলেন, স্ব স্ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে এগিয়ে আসা উচিত । এই স্কুলের প্রতিষ্টাতা প্রয়াত আবদুল ওয়াহেদ মাস্টার ছিলেন চন্দনাইশের শিক্ষা প্রসারের অবন্যতম অগ্রদূত ।
তিনি এ সময় বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন। এবং এই স্কুলের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার প্রতিশ্রুতি দেন । তিনি স্কুলের মানোন্নয়নে এলাকাবাসীর ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন । প্রধান আলোচক মো শাখাওয়াত হোসেন শিবলী বলেন, খানদীঘি হাই স্কুল ও পূর্ব সাতবাড়িয়া প্রাথমিক স্কুল আমার প্রয়াত বাবা আবদুল ওয়াহেদ মাস্টার এলাকার শিক্ষা প্রসারে গড়েছিলেন । বর্তমানে এলাকাবাসীর সহযোগিতায় স্কুল দুটি পুরো এলাকাকে আলোকিত করেছে। সকল ষড়যন্ত্র ছিন্ন করে এলাকাবাসীর সহযোগিতায় স্কুল দুটি চন্দনাইশের শ্রেষ্ঠ স্কুলে রুপান্তর করব ইনশাআল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবু মিল্টন বিকাশ দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সদস্য নাজিম উদ্দীন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম,হেড মৌলানা কামাল উদ্দিন, সাবেক সদস্য আলহাজ্ব শরফত আলী সওঃ,আমিনুর রহমান, নুরুল আমিন, আবদুর রহিম, প্রাক্তন শিক্ষার্থী তোফাজ্জল হোসেন, আবদুচ ছবুর, শাহাবুদ্দিন রাসেল প্রমূখ।