আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

কয়েকশ ডেগে মোরগ-পোলাও রেঁধে কর্মীদের নিয়ে শান্তি সমাবেশে জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ২৮ অক্টোবর ২০২৩ ০১:৩৫:০০ অপরাহ্ন | রাজনীতি

গাজীপুর থেকে শতশত নেতা-কর্মী নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে পথে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের দুপুরের জন্য রান্না করা খাবার সঙ্গে নিয়ে যান তিনি।

 

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগ দিতে তিনি গাজীপুর থেকে নেতাকর্মী নিয়ে রওনা দিয়েছেন। এর আগে ছয়দানা এলাকায় তার নিজ বাসায় ওইসব নেতাকর্মীদের দুপুরের খাবারের জন্য কয়েকশ পাতিলে মোরগ পোলাও রান্না করা হয়। পরে ওই সব খাবারসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

 

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম কোন মন্তব্য করেননি। তিনি বলেন মোবাইল ফোনে এসব বিষয়ে কথা বলতে চাই না।

 

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সকালে তার বাড়ির প্রাঙ্গনে জড়ো হয়।