ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশ বন্ধে মহেশখালীর ধলঘাটে প্রকল্প এলাকার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুরে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষতিপূরণের অর্থ আদায়ের বেলায় নিজের কাজ নিজে করুন। কোন মধ্যস্বত্বভোগী ব্যবহার করবেন না।
জমির মালিকদের দৃষ্টি আকর্ষণ করে এডিসি বলেন, কোন কাজে হয়রানির শিকার হলে সরাসরি দায়িত্বপ্রাপ্ত অধিগ্রহণ কর্মকর্তা জানাবেন। সরাসরি তার সাহায়তা চাইবেন। প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসকের শরণাপন্ন হবেন। ভূমি অধিগ্রহণের কাজে মধ্যস্বত্বভোগীদের অনুপ্রবেশ বন্ধে কঠোর জেলা প্রশাসন।
যে কোন ধরণের দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসন আরও বেশি সতর্ক থাকবে উল্লেখ করে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন মোঃ আমিন আল পারভেজ।
অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ধলঘাট ইউপি চেয়ারম্যান কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।