চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধে নারী নিহত : দুই বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি
কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দিলসাবা বেগম (৫৫) নামে অসুস্থ এক নারী মারা গেছে। ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসতঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মারা যাওয়া দিলসাবা বেগম একই ইউনিয়নের বুড়িরপাড়ার মৃত ফজল করিমের মেয়ে।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িতে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে যায়। ওই সময় বাড়ির ভেতরে থাকা অন্যান্য সদস্যরা বের হতে পারলেও অসুস্থ দিলসাবা বেগম বের হতে পারেননি। পরে তাকে বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে, শুক্রবার বিকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।
এসময় তিনি শোকাহত পরিবারকে সহানুভূতি প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের পক্ষথেকে প্রাথমিক ভাবে সহায়তা প্রদান করেন। পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, ও পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নাসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান অবগত করলে বিকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে শীতবস্ত্র, কাপড়, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের অনুদান পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রদান করা হবে বলে তিনি জানান।