আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত হয়ে মিরসরাইয়ে ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ ০৫:৫১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মিরসরাইয়ের ৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডেও সদস্য মো. আজিজুল হক (৫৫) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর রাতে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। 

মো. আজিজুল হক (৫৫), ৮নং দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, ৮নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ আরজু, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল সহ রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে গেছে।

৮নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব জানান, কয়েকমাস পূর্বে ইউপি সদস্য আজিজুল হকের পাকস্থলীতে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।