মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে কুতুবদিয়ায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
৭ আগষ্ট (সোমবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানান।
তিনি বলেন,৪র্থ ধাপের ২য় পর্যায়ের ৪১ টি পরিবারকে জমি সহ সেমিপাকা ঘর হস্তান্তর করা হবে, আগামী ৯ আগষ্ট সকাল ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের একযোগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে বাড়ির চাবি ও জমির কাগজপত্র হস্তান্তর উদ্বোধন করবেন। কুতুবদিয়া উপজেলায় বিভিন্ন সময়ে ১১৮টি ঘর হস্তান্তর করা হয়েছে, আগামী ৯ আগষ্ট ৪১ টি ঘর হস্তান্তর করা হবে, ২৫ টি ঘর নির্মানাধীন আছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
সংবাদ সম্মেলনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।