কক্সবাজারের কুতুবদিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর(মঙ্গলবার) বিকাল ৩টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক জে,আর, শাহারিয়ার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় উক্ত সভায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর হায়দার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. লেনিন দে, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ হাসান কুতুবী বক্তব্য রাখেন।
উক্ত জনঅবহিতকরণ সভায় কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদারসহ জনপ্রতিনিধি, কর্মকর্তা,শিক্ষক, ইমাম,সংবাদকর্মী,এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।