আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : বুধবার ৩ এপ্রিল ২০২৪ ০৩:৫৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করার অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (২ এপ্রিল) আদিয়ালা কারাগারে বসা আদালতে শুনানির সময় ইমরান খান নিজেই এই অভিযোগ করেন।

 

বিচারকের উদ্দেশে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা বলেন, সাব-জেলে বুশরা বিবির শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। তার ত্বক ও জিহ্বায় বিষপ্রয়োগের স্পষ্ট চিহ্ন রয়েছে। আমি জানি, এর পেছনে কার হাত রয়েছে।

 

এসময় ইমরান খান আদালতের কাছে তার কারাবন্দী স্ত্রীকে বিষপ্রয়োগের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে বুশরার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চান। আদালত পিটিআই নেতার অভিযোগের প্রেক্ষিতে কোনো নির্দেশ জারি করেননি। তবে তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য লিখিত আবেদন জমা দিতে বলেছেন।

 

এর আগে, আদালতে হাজিরা দেওয়ার ফাঁকে সাংবাদিকদের কাছে একই অভিযোগ করেছিলেন বুশরা বিবি। তিনি বলেছিলেন, শবে মেরাজের সময় কারা কর্তৃপক্ষের দেওয়া খাবার ও পানি খুবই তেতো ছিল। তখন তার খাবারে ‘তিন ফোঁটা টয়লেট ক্লিনার’ মেশানো হয়েছিল।

 

বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। অন্যদিকে বুশরা বিবি এখন রাজধানী ইসলামাবাদে ইমরান খানের বানি গালার বাড়িতে বন্দী রয়েছেন। ওই বাড়িকেই সাব–জেল ঘোষণা করেছে পাকিস্তানের প্রশাসন।