চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভবন থেকে পড়ে মো. জাবেদ (১৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বড়উঠান ৬ নম্বর ওয়ার্ডের নাছির মেম্বারের বাড়ির ছাবের হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. জাবেদ আনোয়ারা উপজেলার চাতরী ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মোল্লার বাড়ির মো. আবুল হোসেনের ছেলে। সে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ব্যবসায় শাখার এসএসসি পরীক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সে পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রির কাজ করে। বুধবার ফকিরনীর হাট এলাকার আরিফ মিস্ত্রির অধীনে ছাবের হুজুরের বিল্ডিংয়ে রঙের কাজ করতে যায়। সে ওই বিল্ডিংয়ের দু,তলায় চুন লাগানোর কাজ করার সময় অসাবধানতা অবস্থায় পড়ে যায়। পরে স্থায়ীয় ও তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, ছেলেটি ফকিরনীর হাটের আরিফ মিস্ত্রির অধীনে কাজ করছিল তিনদিন ধরে। তারা তিনজনে মিলে ছাবের হুজুরের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার রঙের কাজ নে ২০ হাজার টাকা কন্টাক্টে। আজ তৃতীয় দিনের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহির হোসেন বলেন,'নিহতের স্বজনদের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত এগারোটায় চাতরী গ্রামের নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।